এথেন্সে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাড়িওয়ালা
গ্রীসের রাজধানী এথেন্সের ঐতিহ্যবাহী ‘স্টুডিও সিনেমা হলে প্রদর্শিত হবে আশরাফ শিশির পরিচালিত চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’। গ্রীসের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ‘চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব’-এ ১৬ ডিসেম্বর দেখানো হবে সিনেমাটি।
নির্মাতা আশরাফ শিশির জানান, আগামী ১৩ থেকে ২১ ডিসেম্বর ১১ দিনব্যাপী এই উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ইরান, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, রুমানিয়া, তাইওয়ান, নেদারল্যান্ডস্, ফ্রান্স, তুরস্ক, সুইডেন ও বাংলাদেশসহ ১৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ১৬ ডিসেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’।
সিনেমাটিতে অভিনয় করেছেন- রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চার শতাধিক নাট্যকর্মী।
গাড়িওয়ালা এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ‘২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ।
নির্মাতা আশরাফ শিশির জানান, ‘গাড়িওয়ালা দুই ভাই ও তাদের মায়ের গল্প। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প। তারা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে কীভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাথা।