ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্ত-বর্ষাকে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত-বর্ষা। এবার দেশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এ তারকা দম্পতিকে। তাদের অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘কিল হিম’। এ সিনেমা আগামী মাসের ১২ তারিখে মুক্তি পাবে দেশি ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল নিজেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সংসার জীবনের ১ যুগ পূর্ণ করলেন অনন্ত-বর্ষা

ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্ত-বর্ষাকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি জাগো নিউজকে বলেন, দেশের বাইরের বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটি নিতে চেয়েছিল। আমি রাজি হইনি। কিন্তু আমাদের দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চুক্তিবদ্ধ হয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানাবো।

‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। সুনাম মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও আছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।