শাকিব-তিশার মেন্টাল


প্রকাশিত: ১১:০২ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

রূপালী পর্দায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান-তিশা। সাফিউদ্দিন সাফির একটি চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দিয়েও তা আলোর মুখ দেখেনি। সর্বশেষ শোনা যায়, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ চলচ্চিত্রে অভিনয় করছেন তারা। এরপর মেলতে থাকে জল্পনা-কল্পনার ডালপালা। অবশেষে শুরু হলো শাকিব-তিশা জুটির ‘মেন্টাল’র শুটিং।

রাজধানীর বসুন্ধরা সিটির রুফটপে বৃহস্পতিবার সকালে ‘মেন্টাল’ ছবির চিত্রধারণের কাজ শুরু হয়। এ সময় সেটে শাকিব-তিশা দু’জনেই উপস্থিত ছিলেন। এখানে এক ঘণ্টা দৃশ্যায়নে অংশ নেন তারা। এরপর বিকেলে এফডিসিতে হাসপাতালের কিছু দৃশ্য ধারণ করা হয়। ওই সেটে টানা কয়েক ঘণ্টা শুটিং করেন শাকিব খান।

এর আগে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও এ প্রথমবারের মতো রোমান্টিক-এ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করছেন তিশা। আরও অভিনয় করছেন আঁচল, কণ্ঠশিল্পী পড়শি, মেঘলা, মিশা সওদাগর প্রমুখ। ‘মেন্টাল’ প্রযোজনা করছে বাংলা এক্সপ্রেস ফিল্মস, পরিবেশনায় থাকছে দ্য অভি কথাচিত্র।

চলচ্চিত্রটির কাহিনী সম্পর্কে পরিচালক রনি জানান, পার্বত্য অঞ্চলে আবিষ্কৃত সোডিয়ামের খনিকে ঘিরে তৈরি হয়েছে মেন্টাল চলচ্চিত্রের গল্প। এখানে দেখা যাবে একজন গডফাদার তার দলবল নিয়ে এলাকায় অস্থিরতা তৈরি করে। দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার জন্য চক্রান্ত করে। টিভি রিপোর্টার সিমি এ তথ্য জেনে যায়। টিভি চ্যানেলে এ খবর প্রচারের আগেই সিমিসহ তার পরিবারের সবাইকে খুন করে গডফাদার। পরে সিমির প্রেমিক নিশান মৃত্যুর প্রতিশোধ নেয়। আর বাকিটুকু দর্শক দেখবেন বড় পর্দায়।

এটি নির্মাতা শামীম আহমেদ রনির প্রথম চলচ্চিত্র। জানা গেছে, ঢাকার কাজ শেষে সিলেট ও খাগড়াছড়ি যাবে ‘মেন্টাল’ ইউনিট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।