সুপারস্টার রজনীকান্ত ৬৪ বছরে পা


প্রকাশিত: ১০:২৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

৬৩ পার করে ৬৪ বছরে পা দিলেন দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত। শুভ জন্মদিন। তবে আজকের দিনে একটু চাপে থাকবেন বার্থডেবয় রজনী। কারণ আজই মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘লিঙ্গা’।

তবে দক্ষিণের এই থালাইবার জন্মদিনে মেতে উঠেছে গোটা কর্ণাটক। শহর জুড়ে রীতিমত উৎসবের মেজাজ আজ। মেগাস্টরের জন্মদিনে বিতরণ করা হচ্ছে কেক, নোটবুক ও ক্যালেন্ডার। সেই সঙ্গে আজ বিনামূলে চুলকাটার ব্যবস্থা করাও হয়েছে।

স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারর মাধ্যমে রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, নিরোগ ও দীর্ঘজীবনের প্রার্থনা করেছেন।


এছারাও রজনীকান্তকে ট্যুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুপারস্টার অমিতাব বচ্চন।


তামিল, তেলগু, কন্নর, মালয়ালম, হিন্দি, ইংলিশ এমনকি বাংলা ছবি মিলিয়ে মোট ১৭০টি সিনেমায় অভিনয় করেছেন এই মহাতারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।