মঞ্চে ফিরছে ‘লেট মি আউট’
রুনা কাঞ্চনের লেখা ‘লেট মি আউট’ নাটকটি চার বছর পর আবারও মঞ্চে ফিরছে। নাটকটি প্রথম মঞ্চে দেখা গিয়েছিল ২০১৯ সালে। এ নাটকের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল রেপার্টোরি নাট্যদল তাড়ুয়া। ওই বছর ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি মঞ্চায়ন হওয়ার পর করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ‘লেট মি আউট’র প্রদর্শনী।
এ মাসেই তিনটি শো নিয়ে ঢাকার মঞ্চে ফিরছে নাটকটি। মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে টানা দুই দিন নাটকটির প্রদর্শনী হবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন হিরো আলম
১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিট—দুই দিনে দেখা যাবে নাটকের ৩টি প্রদর্শনী। এর নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। এতে অভিনয় করেছেন রুনা কাঞ্চন, সোহেল মণ্ডল, শাহজাদা সম্রাট, সাক্ষ্য শহীদ, খায়রুল আলম হিমুসহ ৩০ জনের বেশি অভিনয়শিল্পী।
‘লেট মি আউট’ নাটকটির গল্প লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। ১৯২৮ সালে লস অ্যাঞ্জেলেসে ৯ বছরের ছেলে ওয়াল্টার কলিন্সকে হারিয়ে পুলিশ ডিপার্টমেন্টের দ্বারস্থ হন মা ক্রিস্টিন কলিন্স। সন্তানকে ফিরে পেতে চান তিনি। কিন্তু প্রশাসনিক জটিলতায় অসহায় হয়ে পড়েন ক্রিস্টিন। অন্যদিকে বিচারবহির্ভূত হত্যার ভয়াবহতায় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে থাকা এক পুলিশ অফিসার আত্মদ্বন্দ্বে ভোগে।
আরও পড়ুন: সম্মাননা পেলেন নাদিয়া আফরোজ
নির্দেশক বাকার বকুল বলেন, ‘রাষ্ট্রীয় বিচারিক কিংবা প্রশাসনিক কাঠামো জনবান্ধব না হয়ে যখন হয়ে ওঠে ক্ষমতাবানের অনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যবহার্য শক্তি, তখন নির্দেশক হিসেবে ‘লেট মি আউট’ নাটকটি আমাকে ভাবায়। সেই ভাবনাগুলোই নাট্যনির্মাণ বা নির্দেশনার প্রধান প্রণোদনা।’
এমএমএফ/এএসএম