ঘোড়ার গাড়িতে চড়ে এফডিসিতে ঝন্টু, দিলেন ‘সুজন মাঝি’র মুক্তির ঘোষণা
চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমাটি মুক্তির ঘোষণা দিতে আজ (৩ সেপ্টেম্বর) বিকেলে ঘোড়ার গাড়িতে চড়ে এফডিসিতে আসেন তিনি। সিনেমাটি আগামী ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেন এ নির্মাতা।
তিনি জানান, সুজন মাঝি সিনেমাটি খুব ভালো গল্পের। দর্শকরা সিনেমাটি দেখে বিনোদিত হবে বলে প্রত্যাশা করি।
এদিকে, ঘোড়ার গাড়িতে ছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ফেরদৌসসহ আরও অনেকে।
নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি ৮১টি সিনেমা নির্মাণ করেছি। কিন্তু এ সিনেমা এক শর্ট দিতে গিয়ে আমি কান্না করে দিয়েছি। আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন কান্না করবেন।’
নায়ক ফেরদৌস বলেন, ঝন্টু ভাই একজন অভিজ্ঞ নির্মাতা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এটা একটা ফোক সিনেমা। মাঝখানে অনেক দিন ফোক ঘরানার সিনেমায় কাজ করা হচ্ছিল না। এখন এ সিনেমার মধ্য দিয়ে আবার ফোক সিনেমায় কাজ করছি। এ ধারার সিনেমা নতুনভাবে দর্শক দেখতে পাবে।
এ সিনেমায় আরও অভিনয় করেন নির্মাতা কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান ও গাঙ্গুয়াসহ অনেকেই। সিনেমাটির সব গান লিখেছেন প্রযোজক আবু সাঈদ খান।
এর আগে ‘স্বর্গ থেকে নরক’, ‘অবুঝ বউ’, ‘অন্তর্ধান’সহ বেশ কটি ছবিতে জুটি বেঁধেছিলেন ফেরদৌস-নিপুণ।
এমআই/এমআইএইচএস/জিকেএস