মায়ের দোয়া নিয়ে ফিরলেন নোবেল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

ভারতের জি-বাংলা সারেগামাপা তারকা মাইনুল আহসান নোবেল। আবারও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘কলিজা’ শিরোনামে গানটি আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ‘চ্যানেল এইচএম’ এর ব্যানারে মুক্তি পেয়েছে।

এইচ এম নিপুর কথায় গানটিতে সুর দিয়েছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে চমৎকার ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।

আরও পড়ুন: সম্মাননা পেলেন ফাতেমা তুজ জোহরা

গানটি প্রসঙ্গে নোবেল বলেন, মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিল। কলিজা গানটি শুনার পর মনে হয়েছে আমার শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠ শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছে পোষণ করি। অবশেষে গানটি কমপ্লিট হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশা করি আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালোবেসে গ্রহণ করবে।

আরও পড়ুন: ‘মধ্যবিত্ত’ সিনেমার শিরোনাম সংগীতে যায়ান আবেদীন

গানটির গীতিকার এইচ এম নিপু বলেন, মিশকাতের হৃদয় স্পর্শ করা সুর এবং রানা আকন্দের অসাধারণ মিউজিক গানটিকে পরিপূর্ণ করেছে-যা কিনা নোবেলের কণ্ঠে পূর্ণতা পেয়েছে। গানটি সবাই গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।‘কলিজা’ রিলিজ হয়েছে ‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলের ব্যানারে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।