‘ব্যবসার পরিস্থিতি’ জনপ্রিয়তার পর আলী হাসানের ‘বাজার গরম’

নতুন প্রজন্মের র্যাপার আলী হাসান ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের জীবনমুখি গানটি প্রকাশের পর সবার নজরকাড়েন। সোশ্যাল মিডিয়ায় তিনি খুল অল্প সময়ের মধ্যে ভাইরাল হন। সব শ্রেণির শ্রোতা-দর্শকরা গানটি পছন্দ করেন।
আরও পড়ুন: প্রকাশ পেল সোলসের নতুন গান ‘যদি দেখো’
‘ব্যবসার পরিস্থিতি’ গানটি প্রকাশের পর পরই ট্রেন্ডিংয়ের চলে আসে। অল্প সময়ের মধ্যেই আলী হাসান ভক্ত-অনুরাগী তৈরি করেন।
‘ব্যবসার পরিস্থিতি’ গানটি প্রকাশের পর আলী হাসান বিরতি নিয়ে আবারও তার ভক্তদের জন্য নতুন গান নিয়ে এসেছেন। তার এবারের গানের শিরোনাম ‘বাজার গরম’। ‘ব্যাবসার পরিস্থিতি’ প্রকাশের এক বছর পর গান তিনি তিনি শ্রোতাদের এ গানটি উপহার দিলেন।
আরও পড়ুন: আমরা দুই দেহ এক প্রাণ: অস্ট্রেলিয়ায় শাবনূরকে পেয়ে কনকচাঁপা
‘বাজার গরম’ গানটি গত বৃহস্পতিবার প্রকাশের তিন দিনের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষ চলে আসে। এরই মধ্যে গানটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। সমসাময়িক ঘটনা এবারের গানটিতেও তুলে ধারা হয়েছে। ফলে সবার নজর কেড়েছে গানটি।
‘বাজার গরম’ গানটি প্রসঙ্গে আলী হাসান বলেন, আমার আগের গানের মতো এ গান নিয়েও বড় কোনো প্রত্যাশা ছিল না। সবাই গানটি এভাবে লুফে নেবেন তা চিন্তা করতে পারিনি। সব মিলয়ে আমাকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে।
আলী হাসান আরও বলেন, প্রথম গানটি প্রকাশের পর মাঝখানে কোনো গান করিনি। আমার সঙ্গে আরও যে ১১ জন রয়েছে, বিশেষ করে তাদের তাগাদায় গানটি করা হয়েছে। আমার গানের দলের সব সদস্যরা তাগাদা দিয়ে বলছিল, ‘ভাই, গান করি।’আমি যে ধরনের গান করতে চাই, তা চাইলেই তো আর হুট করে করা যায় না। তাই একটু সময় নিয়ে গানটি করেছি।
‘বাজার গরম’ গানটির কথা ও সুর করেছেন আলী হাসান। গানটিতে ১১ জন শিল্পী অংশ নিয়েছেন। গানটি জি-সিরিজের ইউটিউ চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
এমএমএফ/জিকেএস