এবার ঢাকায় আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১৯ আগস্ট ২০২৩

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার পর এবার ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ভারতের আরেক মেগাস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা। এরই মধ্যে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স।

শনিবার (১৯ আগস্ট) জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেন আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া।

তিনি বলেন, ‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট দেশের সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

jagonews24

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ঢাকায় আসছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভেও দেখা যাচ্ছে সালমান খানের এই সিনেমা।

এমআই/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।