মুক্তির আগেই দুবাইয়ে ঝড় তুলেছে শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৭ আগস্ট ২০২৩

‘পাঠান’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার ‘জওয়ান’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই মুক্তি পাবে কিং খান অভিনীত বহুল প্রতিক্ষীত এ সিনেমা।

আর তাই তো ‘জওয়ান’ সিনেমার অপেক্ষায় এখন রীতিমতো দিন গুনছেন বাদশা ভক্তরা। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেছে অগ্রিম টিকিট বুকিং।

‘জওয়ান’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা। ১০ জুলাই সিনেমার প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই অপেক্ষা যেন আরও জোরালো হলো। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। আর তাই তো অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কিং খান প্রেমীরা।

আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের বিশেষ প্রচার

সম্প্রতি টুইটারে বিভিন্ন মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটের সিনেমা শেয়ার করেছেন এক ভক্ত। সেখানেই দেখা যাচ্ছে, ইউএই-এর একাধিক মাল্টিপ্লেক্সে ‘জওয়ান’ সিনেমার টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।

শাহরুখ খানকে নিয়ে দুবাইবাসীর উৎসাহ বরাবরই বেশি। যার প্রমাণ মিলেছে ‘পাঠান’ সিনেমা মুক্তির সময়। এবার ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তাই তো ২১ দিন আগে থেকেই শুরু হয়েছে অগ্রিম বুকিং শুরু হয়েছে।

আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’ সিনেমার গানের টিজার প্রকাশ্যে

চলতি বছরের ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনোমর তালিকায় স্থান করে নিয়েছে ‘পাঠান’।

শাহরুখের‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। আর বিশেষ চমক হিসেবে আছেন সালমান খান। সিনেমা বিশ্বব্যাপী ১ হাজার ৫০ কোটি রুপি আয় করেছে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।