বাড়িতে গিয়ে বৃষ্টি দেখে শৈশবে ফিরে গেলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৭ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিজ জেলা পিরোজপুরে গিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করছেন তিনি। গতকাল রোববার (৬ আগস্ট) পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জায়েদ খান।

আরও পড়ুন: ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জায়েদ খান

এদিকে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি হচ্ছে। পিরোজপুরেও মুষালধারে বৃষ্টি পড়ছে। সোমবার (৭ আগস্ট) ফেসবুকে পোস্টে বৃষ্টি ভিডিও প্রকাশ করে, অনেকদিন পর পিরোজপুরে এসে নিজের বাসার বারান্দা থেকে মুষলধারে বৃষ্টি দেখলাম। বারান্দার সাথেই কদম ফুলের গাছ, কদম ফুল ফুটে আছে। অপরূপ সৌন্দর্যে সেজেছে ভালোবাসার পিরোজপুর। কত শৈশব এভাবে বৃষ্টিতে ভিজে কেটেছে এখানে।

জায়েদের এ পোস্ট দেখে বোঝা যাচ্ছে, বৃষ্টি দেখে তিনি ভীষণ স্মৃতি কাতর হয়েছেন। তিনি তার দুরন্ত শৈশবে ফিরে গেছেন। পাশাপাশি দারুণভাবে উপভোগ করছেন বৃষ্টি।

বিমানবন্দরে নেমে তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণের কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সাংবাদিকদের। সবশেষে তিনি জানান, এখন কাজে পূর্ণ মনোযোগ দেবেন।

আরও পড়ুন: দেশে ফিরে জায়েদ খান জানালেন ‘চমক আছে’

এদিকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। রোববার (৩০ জুলাই) ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। এর পাশাপাশি সেখানকার বিভিন্ন রাজ্য ঘুরে বেরিয়েছেন জায়েদ খান।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।