শাকিবের ‘প্রিয়তমা’ নিয়ে নতুন সুখবর দিলেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৬ আগস্ট ২০২৩

ঈদের ব্যবসা সফল সিনেমার তালিকায় এক নাম্বারে এরই মধ্যে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার নাম উঠে এসেছে। এবার এ সিনেমারই নতুন এক সুখবর দিলেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।

আরও পড়ুন: মিডিয়াতে আমাকে বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান: হিমেল আশরাফ

রোববার (৬ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে হিমেল আশরাফ জানান, ধন্যবাদ অস্ট্রেলিয়া। শুরুর দিনের ‘প্রিয়তমা’ সব শো হাউজফুল দেওয়ার জন্য। সামনে অনেকগুলো শো সোল্ড আউট। ওখানে ‘প্রহেলিকা’ও তুমুল আলোচনা তৈরি করেছে।

আরও কিছু দেশে মুক্তির খবর দিয়ে হিমেল আশরাফ লিখেছেন, ইতালির ভেনিস শহর আমার খুব খুব পছন্দের। সেখানের একটা শোতে দর্শক হলে সিট না পেয়ে সিঁড়িতে বসে ‘প্রিয়তমা’ দেখেছে। সামনে রোম, মিলানেও আসছে। পর্তুগালে, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, জার্মান, স্পেনে আসছে। মালয়েশিয়াতে সেন্সর পাশ করেছে, খুব শিগগির মালয়েশিয়া, সিঙ্গাপুরে মুক্তির তারিখ ঘোষণা হবে। লন্ডন আর আয়ারল্যান্ড আসছে এ ১৮ তারিখ। মধ্যপ্রাচ্যের সিনেমাটি মুক্তির প্রস্তুতিও চলছে।

আরও পড়ুন: শাকিবের নতুন নায়িকা হয়ে আসছেন বলিউডের জেরিন খান

‘আমেরিকার মতো জায়গায় প্রিয়তমা ৫ম সপ্তাহে ১টি সিনেমা হল চলছে, এখানে আরেকটি বাংলা সিনেমা সুড়ঙ্গ প্রায় ১৮টা হলে মুক্তি পেয়েছে। সেটাও অনেক ভালো যাচ্ছে। ‘সুড়ঙ্গ’ এর আগে কলকাতায় মুক্তি পেয়েছিল, প্রিয়তমাও শিগগিরই সেখানে মুক্তি পেতে যাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, দুনিয়াজুড়ে ছড়িয়ে যাচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমার এক নতুন দিনের যাত্রা শুরু হলো। বলিউড, তামিল, তেলেগু সিনেমা সেদিনই এগিয়ে গেছে যেদিন তারা ভারতের বাইরের বাজার ধরতে পেরে ছিল। কোটি বাংলাদেশি দুনিয়ার নানান দেশে বসবাস করে। তাদের কাছে সিনেমা নিয়ে যেতে পারলে বাংলাদেশের সিনেমার বাজার ১০০ গুণ বড় হয়ে যাবে। আমরা সে পথেই আগাচ্ছি। দুনিয়ার সেরা সেরা দেশের, সেরা সেরা সিনেমা হলের, সেরা সেরা সিনেমার পোস্টারের পাশে জ্বল জ্বল করছে প্রিয়তমার পোস্টার, বাংলা সিনেমার পোস্টার।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।