সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন নকুল কুমার বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০১ আগস্ট ২০২৩

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও জীবনমুখী গানের গায়ক নকুল কুমার বিশ্বাস। তার গানে তুলেন ধরেন দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম অনাচার। এবার দেশের মানুষের সেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। নিজেকে সংসদ সদস্য হিসেবে জনগণের রায় পেতে প্রস্তুতি নিচ্ছেন এ শিল্পী।

নকুল কুমার বিশ্বাস নিজেই জানালেন নির্বাচনে অংশ নেওয়ার কথা। তিনি তার ফেসবুকে এ বিষয়ে একটি কাব্যময় পোস্ট করেছেন। এতে তিনি লেখেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রচারণায়ও তিনি নেমেছেন।

শিল্পী নকুল কুমার বিশ্বাস তার কাব্যময় পোস্টে লেখেন,

jagonews24

‘নির্বাচনী প্রচারণা শুরু
স্বতন্ত্র প্রার্থী হবো নাকি কোনো দলীয় প্রতীক নেবো? নাকি ও পথে হাঁটবোই না।
কমেন্ট করে জানাবেন প্লিজ।
ছোট্টবেলা শুনেছিলাম বাবা-দাদার কাছে
উজিরপুরে আমরা বংশের বড়ো অংশ আছে
বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন
অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন
আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার
এমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর?
তার- জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির
বললাম যেথায় থাকো সুখে থেকো কর্মবীর
মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত
সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ
আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে
শুটিং করবো দেশপ্রেমের গান শিল্পীরা মিলে
শুটিং করতে গিয়েই ঘটলো এমন অঘটন
সবার দাবি করতেই হবে এবার নির্বাচন
এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই
সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই
যদি -হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে
আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে
হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম
মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম?
আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ
পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?
তারই প্রতিফলন দেখবো ভোটের খাতাতে
দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে
হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক
জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।
জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত
বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?
আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই
আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।