বঙ্গবন্ধু স্মরণ

আগস্টজুড়ে বিটিভির বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৩১ জুলাই ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা সাজিয়েছে, যা প্রচারিত হবে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এছাড়া ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রয়েছে বিশেষ অনুষ্ঠান। থাকছে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ওপর বিশেষ অনুষ্ঠান।

mujib-sarkarer-sashonamol-nia-alochona-(4).jpg

এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘শোকে নয় চেতনায় মুজিব’, ‘গানও কবিতার অনুষ্ঠান’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থগুলো থেকে পাঠ, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, শেখ মুজিবুর রহমানের সরকার ও তার শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান, ‘সাহিত্যে বঙ্গবন্ধু’, ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’ ‘মুজিব চেতনায় নজরুল’, ‘স্মৃতিতে বঙ্গবন্ধু’।

এছাড়া শোক দিবসের অনুষ্ঠানে প্রচারিত হবে ‘স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান’, সংগীতানুষ্ঠান, বিশেষ চলচ্চিত্র, নাটক, টক শো: তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু, ১৫ আগস্টের ঘটনা নিয়ে তথ্যচিত্র, মঞ্চনাটক ‘অভিশপ্ত আগস্ট’।

এমআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।