‘হাওয়া’ দিবসের ঘোষণা দিলেন চঞ্চল
দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আজকের (২৯ জুলাই) দিনটিকে ‘হাওয়া’ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। অনেকেই হয়তো মনে করছেন- কেন এই দিবসের ঘোষণা দিলেন চঞ্চল? বিষয়টি চঞ্চল নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন।
স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, এক বছর আগে ‘হাওয়া’ এসেছিল, ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল আজ। আজ ‘হাওয়া’ দিবস। পোস্টের সঙ্গে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
অভিনেতা চঞ্চল বোঝাতে চেয়েছেন ২০২২ সালের ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আজ সিনেমাটি মুক্তির এক বছর পূর্তি।
আরও পড়ুন: পরবর্তী সিনেমা ‘রইদ’ নিয়ে ব্যস্ত মেজাবাউর রহমান সুমন
নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।
‘হাওয়া’ সিনেমার চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
এমআই/এমএমএফ/জেআইএম