বলিউড সিনেমার প্রচার নিয়ে ভিন্ন মত জাহ্নবীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৬ জুলাই ২০২৩

বলিউডের নতুন প্রজন্মের আলোচিত নায়িকা জাহ্নবী কাপুর। গত সপ্তাহে ওটিটি-তে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বাওয়াল’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনেত্রীর জুটি দর্শকদের পছন্দ হয়েছে। সবাই তার সিনেমাটির প্রশংসা করছেন।

আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকার জীবনে সুদিন নিয়ে এসেছে

এবার জাহ্নবী বলিউডের সিনেমার প্রচারণা নিয়ে তার মতামত প্রকাশ করলেন। ইদানিং বলা হচ্ছে, সিনেমার সাফল্যের নেপথ্যে বর্তমানে প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জাহ্নবী ভিন্ন মত পোষণ করেন। প্রচারণা বিষয়টি নিয়ে শ্রীদেবী কন্যার মতামত নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে।

অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের প্রতিভাকে প্রমাণ করেছেন জাহ্নবী। কিন্তু নিজের জনসংযোগ এবং সিনেমার প্রচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত শুনে তিনি এখন ক্লান্ত। অভিনেত্রী বলেছেন, বিগত কয়েক বছর ধরেই শুনছি সিনেমা মুক্তির পর সেই সিনেমার প্রচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন।

jagonews24

সিনেমার বর্তমান প্রচার পদ্ধতি নিয়ে জাহ্নবীর অবস্থান বিপরীত। তবে কার কাছ থেকে এরকম পরামর্শ পেয়েছেন জানতে চাইলেও অভিনেত্রী কিন্তু ওই ব্যক্তির নাম খোলসা করেননি।

আরও পড়ুন: ভক্তদের চমকে দিতে হঠাৎ প্রেক্ষাগৃহে বরুণ-জাহ্নবী

‘ধড়ক’সিনেমার অভিনেত্রী জাহ্নবী আরও বলেন, এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সব সময় সবাই চিৎকার করছে এবং পরামর্শ দিচ্ছে। সেখানে নিজের মনেই প্রশ্ন উঁকি দেয়, আমিই কি সব থেকে চুপচাপ! তাই এ নিয়ে এখন কথা বলছি।

তবে জাহ্নবী তার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেননি। দিনের শেষে সিনেমাই যে শেষ কথা বলে, তিনি এ মতের সমর্থক। সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, আমার সিনেমাই যে শেষ কথা বলবে, এই বিশ্বাস রাখতে মনের জোর চাই।

আরও পড়ুন: ট্রোল উপেক্ষা করে অমরনাথ যাত্রায় সারা

জাহ্নবীর এ কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, চটহদার প্রচার নয়, সিনেমার গুণগত মানেই তিনি বিশ্বাসী। তাই তিনি এমন মন্তব্য করছেন।

এরই সঙ্গে জাহ্নবী আরও মনে করেন, ‘সিনেমার ক্ষেত্রে এখন যেভাবে জনসংযোগ এবং প্রচারের উপর জোর দেওয়া হয় সেটা দেখে অবাক হই।’ জাহ্নবীর এ বিশ্বাস এখন প্রযোজকদের কানে পৌঁছায় কি না দেখা যাক। অনেকেই বলছেন জাহ্নবী আলোচনায় থাকার জন্য এমন কথা বলছেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।