আপন ভুবনে ফিরছেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৩
ছবি- জাগো নিউজ

‘নির্বাচন আর করবো না, এখন কাজে মন দিতে চাই। এইমাত্র একটি গানের শুটিং থেকে ফিরেছি। সারাদিন কাজ করেছি। কখন যে ফোনের চার্জ ফুরিয়ে ফোন বন্ধ হয়ে গেছে তা খেয়াল করতে পারিনি। অফিসে এসে দেখি আমার ফোন বন্ধ। সারাদিন আমাকে অনেকে ফোন দিয়েছেন। এখন সবার ফোন ব্যাক করছি।’ এভাবেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ঢাকার নিজ অফিসে বসে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে জাগো নিউজকে বলেন হিরো আলম।

হিরো আলম আরও বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে কি হয়েছে সে সম্পর্কে আপনারা সবাই কম-বেশি জানেন। এর সব কিছুই তো আপনারা মিডিয়ায় দেখেছেন। এখনো আমাকে লোকজন হুমকি দিচ্ছে। আজ সিলেটে আমাকে হুমকি দেওয়া একজনকে ধরেছে পুলিশ। আগামীকালের মধ্যে তাকে ঢাকায় নিয়ে আসবে। আরও বিভিন্ন সমস্যার মধ্যে দিন পার করছি।

হিরো আলমের সঙ্গে কথা বলে বোঝা গেলো- সাম্প্রতিক নির্বাচন নিয়ে তার বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই তিনি এখন নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ কারণে হিরো আলম তার আপন ভুবনে ফিরছেন। অর্থাৎ যেসব কাজ করে তিনি আলোচনায় এসেছেন, ভাইরাল হয়েছেন, অসংখ্য ভক্ত-অনুরাগী তৈরি করেছেন, সেই কাজেই মনোযোগী হচ্ছেন। এর শুরুটা করেছেন একটি গানের শুটিং দিয়ে।

আরও পড়ুন: নতুন লুকে হিরো আলম

নিজের কাজে ফেরা প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ নতুন যে গানটায় অভিনয় করেছি তা প্রবাস জীবন নিয়ে। গানটা গেয়েছেন গগন সাকিব। আমার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া মনি। গানটি মুক্তি পেলে দর্শকদের খুব ভালো লাগবে আশা করছি। তাছাড়া সামনে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করবো। সেগুলো নিয়ে কথা চলছে। নির্বাচনের জন্য আগে ‘শ্যাম বাজার’ নামে যে সিনেমা শুটিং শুরু করে ছিলাম, কয়েকদিনের মধ্যে এ সিনেমার বাকি অংশের শুটিং শেষ করব।

আরও পড়ুন: চাঁদ রাতে হিরো আলমের ‘ব্যর্থ প্রেমিক’

নতুন কোনো সিনেমা সামনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কি না জানতে চাইলে হিরো আলম বলেন, আমাকে লোকে চেনে অভিনয়ের মাধ্যমে। অভিনয়টা নিয়ে থাকতে চাই। কয়েকদিনের মধ্যে আমার ‘বাদশা দ্যা কিং’ সিনেমার মুক্তি তারিখ জানাবো। ইচ্ছে আছে প্রতি মাসে একটা সিনেমা মুক্তি দেওয়া।

আরও পড়ুন: নাট্যজন মামুনুর রশীদের মন্তব্য প্রসঙ্গে যা বললেন হিরো আলম

সামনের দিনগুলোতে ব্যস্ততা নিয়ে হিরো আলম বলেন, দেশের বাইরে ইভেন্টে যোগ দেওয়া নিয়ে কথা চলছে। এর মধ্যে বেশ কয়েকটি স্টেজশোর ব্যাপারে অনেক আগে থেকে কথা দেওয়া আছে। সেগুলো নিয়ে চিন্তা করছি। তাছাড়া আমার ফাউন্ডেশনে কাজটা আরও ভালোভাবে গুছিয়ে নিতে চাই।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।