হাসপাতালে অভিনেত্রী নাজনীন হাসান চুমকি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৫ জুলাই ২০২৩

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী-নির্মাতা নাজনীন হাসান চুমকি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গেছে, আজ (২৫ জুলাই) সন্ধ্যায় তার অস্ত্রোপচার হবে।

মঙ্গলবার জাগো নিউজকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম নিশ্চিত করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি কিডনিতে পাথরজনিত সমস্যায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ সন্ধ্যায় তার একটি অস্ত্রোপচার হবে।

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও পরিচালক নাজনীন হাসান চুমকি নব্বই দশকে মঞ্চ নাটকের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন। পরবর্তীসময়ে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।