বেঞ্চে ঘুমিয়ে জয়, ফুটপাতে বসে আছেন শাকিব
নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় কয়েকদিন আগে তার মা চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণে গেছে। এ ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।
জয়-শাকিব-অপুদের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনেক ছবি সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাদের ভক্ত-অনুরাগীরা দেখেছেন। এবার শাকিব তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। পরে ছবিটি তিনি তার ফেসবুকেও শেয়ার করেছেন।
শাকিবের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে বসে আছেন শাকিব খান, অন্যদিকে পাশের বেঞ্চে ঘুমাচ্ছে তার ছেলে জয়। দেখে মনে হচ্ছে জয় অনেক ক্লান্ত, শাকিবও বেশ বিধ্বস্ত। এ ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের ভক্ত-অনুরাগীরা ব্যাপক প্রশংসা করেছেন। শেয়ার দিয়েছেন অনেকে।
View this post on Instagram
এদিকে অপু বিশ্বাস তার ছেলে জয়কে নিয়ে আমেরিকার বিভিন্ন স্থানে ঘুরছেন। সেসবের ভিডিও ও ছবি তার ফেসবুকে প্রকাশ করছেন।
অপু বিশ্বাস এবার আমেরিকায় যাওয়ার পর তাদের অতীত সংসার জীবনের বিভিন্ন ধরনের কথা আবার নতুন করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। অন্যদিকে শাকিবের দ্বিতীয় সংসারের কথা উঠে আসছে। তবে এসব নিয়ে অপু বিশ্বাস মুখ খুললেও শাকিব কোনো মন্তব্যই করছেন না।
এমএমএফ/এএসএম