‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২১ জুলাই ২০২৩

সম্প্রীতি, শান্তি এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা ব্যক্তিদের ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

চলতি বছর বিশ্বের ৪০ জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে এই সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

jagonews24

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে জায়েদ খানকে সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হয়। 

অ্যাওয়ার্ড পেয়ে জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার এ অর্জন বাংলাদেশকে উৎসর্গ করলাম। আমি গর্বিত একজন বাঙালি হিসেবে।‘

জায়েদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সেখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। দেশের মতো বাইরে গিয়েও জায়েদ খান পাচ্ছেন তার ভক্ত-অনুরাগীদের প্রাণঢালা ভালোবাসা।

jagonews24

যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়েদ খানের বাংলাদেশি ভক্তরা তাকে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন। তাকে ঘিরে সবাই ছবি ও সেলফি তুলতে মেতে উঠেছেন। জায়েদ যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে পাচ্ছে সবার উষ্ণ অভ্যর্থনা। সবার এমন ভালোবাসা জায়েদ খান ভীষণ উপভোগ করছেন।

চলচ্চিত্র জায়েদের কাছে যেমন প্রিয়, তেমনি বিভিন্ন স্থানে ঘুরতেও ভীষণ ভালোবাসেন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়েও এর ব্যতিক্রম ঘটছে না জায়েদের। সেখানে গিয়েও তিনি ছুটে যাচ্ছেন বিভিন্ন প্রাকৃতিক নৈসর্গিক মনোলোভা স্থানে।

এমএমএফ/এমকেআর/জিকেএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।