ছেলেকে নিয়ে আবেগপ্রবণ রাজ, পরী বললেন রাজ্য ভালো আছে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৯ জুলাই ২০২৩

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এ জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী।

এদিকে তাদের ১১ মাস বয়সী ছেলে রাজ্য জ্বরে ভুগছে। ছোট্ট রাজ্যর ১০৩ ডিগ্রি জ্বরে দিশেহারা মা পরীমণি। দ্রুত ছোটেন বাসার পাশের হাসপাতালে। আশঙ্কা করেছিলেন, ডেঙ্গু কিংবা কোভিড– এ ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছে কি না। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পরী পারেন, এর কোনোটিই নয়, সিজনাল জ্বরে আক্রান্ত রাজ্য। ছেলেকে নিয়ে হাসপাতালে একা হাতে সামলাচ্ছেন পরীমণি।

আরও পড়ুন: অসুস্থ রাজ্যকে নিয়ে হাসপাতালে পরীমণি

এদিকে ছেলেকে নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেতা শরিফুল রাজ। কারণ ছেলের এমন অসুস্থতার দিনেও তিনি কাছে নেই।

ছেলেকে নিয়ে আবেগপ্রবণ রাজ, পরী বললেন রাজ্য ভালো আছে

অবশেষে মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখ বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে একশ কোটি চুমু দিও।’

আরও পড়ুন: আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না: পরীমণি

এদিকে মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে ছেলে রাজ্যের কয়েকটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, একই সময় আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতদিন পর আজ আম্বার সাথে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া।

ছেলেকে নিয়ে আবেগপ্রবণ রাজ, পরী বললেন রাজ্য ভালো আছে

আরও পড়ুন: এটা সত্যিই আমার জন্য সম্মান ও মর্যাদাপূর্ণ অর্জন: পরীমণি

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তা দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন তার। সে বছর ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।