সম্মাননা পেলেন পূর্ণিমা


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৬ মার্চ ২০১৬

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘদিন যাবৎ বড়পর্দা থেকে দূরে আছেন। একটা সময় পূর্ণিমার দিন শুরু হতো অ্যাকশন-কাট-টেক শব্দ শুনে আর তিনি কিনা এখন অনেকেটাই চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন! এসব খবর পূর্ণিমা ভক্তদের কম বেশি জানা আছে।

নতুন খবর হচ্ছে, এক সময়ের জনপ্রিয় এই নায়িকাকে এবার দেয়া হলো সম্মাননা। চলচ্চিত্রে অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি।

মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পূর্ণিমার হাতে পুরস্কারটি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এখানে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন মৌটুসী পার্থ।

বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পূর্ণিমা জানান, ‘চলচ্চিত্রে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হলো আমাকে। ধন্যবাদ আমরা কুঁড়িকে।’

এদিকে, চলতি সপ্তাহে পূর্ণিমা শুরু করবেন রেদওয়ান রনি পরিচালিত ‘ক্রাশ ক্যান্ডি’ নামের একটি নাটকের কাজ। পূর্ণিমা আশা প্রকাশ করেন নাটকটিতে তাকে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন।

এনই/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।