বয়স ধরে রাখার ক্রিম ব্যবহারে বিপাকে বলিউড শিল্পী শান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৬ জুলাই ২০২৩

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক শান। তিনি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় আলোচিত সংগীতশিল্পী। দুদশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন এ ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি তিনি ৫০ বছরে পা দিয়েছেন। তবু যেন তারুণ্যের ছোঁয়া দেখা যায় তার চোখেমুখে।

বলিউড তারকারা যৌবন ও বয়স ধরে রাখতে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন। শানও এর ব্যতিক্রম নন। সময়ের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা বদলেছেন শান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রসঙ্গে গায়ক জানান, প্রায়ই নাকি তাকে বয়স নিয়ে নানা কথা শুনতে হয়। সেই সময় অভিনেতা তার পুরানো কিছু ছবি বার করে দেখে নেন। শানের কথায়, ‘হ্যাঁ আগের থেকে অনেকটা বদলে গিয়েছি। আমি মাঝে অ্যান্টি এজিং, অ্যান্টি রিংক্ল ক্রিম মাখাও শুরু করেছিলাম। সেভাবে কোনো কাজই হয়নি। উল্টে আমার তেলতেলে ত্বকে একগাদা ব্রণ বেরিয়েছে।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/shain-2-20230716163000.jpg

আরও পড়ুন: গানের শান এবার সিনেমার পর্দায়

বোঝা যাচ্ছে বয়স ধরে রাখার এ ক্রিম ব্যবহার করে বেশ বিপাকেই পড়েছেন শান। শান এই প্রসঙ্গে বলেন, মনে বয়সের ছাপ না পড়লে তা চেহারায় দেখা যায় না। মালাইকা অরোরা বা অর্জুন রামপালের দিকে তাকান। বয়স কোনো সমস্যাই নয়।

শান আরও বলেন, শুধু ফিট থাকলেই হবে না, ভিতর থেকে নিজের যৌবন উপভোগ করতে হবে। নিজেকে সব সময় তরুণ ভাবতে হবে। এই ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।