আজ দাদাগিরিতে রুনা লায়লা


প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৬ মার্চ ২০১৬

কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার আলোচিত অনুষ্ঠান ‘দাদাগিরি’। ভারতীয় ক্রিকেটে দাদা বলে খ্যাত সৌরভ গাঙ্গুলী এটির উপস্থানা করেন। এ প্রতি পর্বেই অংশ নেন বিভিন্ন অঙ্গনের সফল ও সম্ভাবনাময়ী মানুষেরা।

অনুষ্ঠানটির আজকের পর্বে (বুধবার, ১৬ মার্চ) অংশ নিতে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। গত ১ মার্চ কলকাতার পার্পল মুভি টাউনে এই পর্বটির দৃশ্যধারণ হয়েছে। এরপর থেকেই পর্বটি দেখার অপেক্ষা চলছে এপার-ওপার দুই বাংলাতেই।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় রুনা লায়লার অংশগ্রহণে নির্মিত পর্বটি প্রচার হবে। এতে এই কিংবদন্তি শিল্পীর পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, রেখা ভরদ্বাজ ও সাধনা সারগাম।

এদিকে জানা গেল, গতকাল মঙ্গলবার মুম্বাই গেছেন রুনা লায়লা। আজ সেখানে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।