প্রকাশ হলো ‘বউয়ের বিদেশযাত্রা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১১ জুলাই ২০২৩

বউকে বিদেশ পাঠানো নিয়ে গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটক ‘বউয়ের বিদেশযাত্রা’। জিয়াউদ্দিন আলমের কাহিনি ও পরিচালনায় নতুন নাটকটি দেখা যাচ্ছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সমাজের কিছু অসাধু আদম পাচারকারীর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এ নাটক।

এতে অভিনয় করেন অভিনেতা জামিল হোসেন, ইমু সিকদার, সেলজুক তারিক, নূরে কাঞ্চন, ফাতেমা হিরা, আহমেদ ইশতিয়াক, নাসির উদ্দিন বুলবুলসহ অনেকে।

আরও পড়ুন: শাকিবের ‘প্রিয়তমা’ আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে

‘বউয়ের বিদেশযাত্রা’ নাটকের সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসাইন দিল।

নির্মাতা জানান, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি ৯ জুলাই বিকেল ৩টায় প্রকাশ হয়েছে। আবহসঙ্গীত করেছেন অনুরুদ্ধ শুভ এবং চিত্রগ্রহণ আমির হামজা, সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক।

আরও পড়ুন: ময়না তো মাসুদকে মিস করে: তমা মির্জা

নাটক নিয়ে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, জামিলকে নিয়ে আমার চার নম্বর প্রডাকশন এটি। এর আগে প্রবাসী ও মধ্যবিত্তদের গল্পে তিনটি নাটক করেছি আমরা। সেগুলো হিট ছিল। আশা করছি এবারও হিট হবে নাটকটি। আমি মনে করি ‘বউয়ের বিদেশযাত্রা’ নাটকটি মানুষকে বিনোদনের পাশাপাশি সচেতন করবে।

এমআই/এমএমএফ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।