ফিরছেন নায়ক কাজী মারুফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৮ জুলাই ২০২৩

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের ছেলে তিনি। বাবার হাত ধরে ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে কাজী মারুফের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। সিনেমাটি ব্যবসা সফল হয়, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন মারুফ।

আরও পড়ুন: চলচ্চিত্রের সকল শাখার উন্নয়ন করতে চাই : কাজী মারুফ

এক অজানা কারণে বাংলাদেশ ছেড়ে স্থায়ীভাবে বসবাস করছেন সুদূর আমেরিকায়। সেখানে ব্যবসা করেন। এর মধ্যেও সিনেমা বানিয়েছেন মারুফ। আবারও অভিনয়ে ফিরছেন তিনি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন নির্মাতা কাজী হায়াৎ।

ফিরছেন নায়ক কাজী মারুফ

তিনি বলেন, আগামী ৬ জুলাই বাংলাদেশে আসছে কাজী মারুফ। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। সেই বিষয়ে কথা বলতে বাংলাদেশে আসছে সে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করবো। এখনই সিনেমার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।

২০০২ সালে বাবা কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক কাজী মারুফের। এরপর প্রায় ৩৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমাটিও ব্যবসা সফল হয়।

ফিরছেন নায়ক কাজী মারুফ

আরও পড়ুন: কাজী মারুফ-রত্নাকে নিয়েই আসছে ‘ইতিহাস-২’

তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘শ্রমিক নেতা’,‘ গরিবের ছেলে বড়লোকের মেয়ে’, ‘আইন বড় না সন্তান বড়’, ‘রাস্তার ছেলে’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘অশান্ত মন’, ‘আমার স্বপ্ন’, ‘মা আমার জান’, ‘আমার মা আমার অহংকার’, ‘মায়ের জন্য মরতে পারি’, ‘বড়লোকের দশ দিন গরিবের একদিন’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘মায়ের জন্য পাগল’, ‘এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’, ‘ওয়ান্টেড’ অন্যতম।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।