ঈদের সিনেমা

অপুর বেলায় সরব শাকিব বুবলীতে নীরব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৭ জুলাই ২০২৩
অপু বিশ্বাস, শাকিব খান, শবনম বুবলী

এবারের ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে সিনেমাগুলো শুরুর দিন থেকে দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শক। এর মধ্যে দর্শকের আগ্রহের তুঙ্গে আছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তার বর্তমান স্ত্রী শবনম বুবলীর ঈদে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সিনেমা দুটি দিয়ে বাজিমাত করেছেন নায়িকা।

আরও পড়ুন: ঈদে মুক্তিপ্রাপ্ত ৫ সিনেমার হালচাল

এদিকে শাকিব খানের সাবেক স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমা দেখতে শাকিব খান সম্প্রতি সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ জুন) বিকালে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, ‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ‘প্রিয়তমা’ দেখতে গেলেন শাকিব খান

সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে শাকিব খান বলেন, ‘যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’ সিনেমার প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এ ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

গত শুক্রবার সশরীরে প্রেক্ষাগৃহে এসে ‘লাল শাড়ি’ নিয়ে কথা বলেন প্রযোজক ও নায়িকা অপু বিশ্বাস। এ সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি প্রযোজনা করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। ‘লাল শাড়ি’র শেষ লটে ২০ দিনের আউটডোর শুটিং ছিল। এর মধ্যে ১৮ দিনের মাথায় আর্থিক সংকটে পড়েন তিনি। ওই সময় অপুকে আর্থিক সহযোগিতা করেন শাকিব। তার দেওয়া অর্থেই সিনেমাটির শুটিং শেষ করেন অপু।

আরও পড়ুন: শাকিব খানের কাছে চাঁদা দাবি: প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু

অপু বলেন, ‘আমার প্রতিটি সফলতার পেছনে কৃতিত্ব, অবদান সমস্তই শাকিব খানের। উনি যদি আমার পাশে না থাকতেন বা আমার কাজে উনার সাপোর্ট যদি না পেতাম, হয়তো প্রযোজনাটা আমি করে উঠতে পারতাম না। আমি এটুকুও বলতে চাই, ‘লাল শাড়ি’ করতে গিয়ে ফিন্যান্সিয়ালি আটকে গিয়েছিলাম। বিষয়টি তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।’

এদিকে তার বর্তমান স্ত্রী বুবলীরও দুটি সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি শাকিব খান। কোনো মাধ্যমেই শাকিব বুবলীর সিনেমা দুটির জন্য শুভ কামনা কিংবা বিবৃতি প্রকাশ করেননি। অপু বিশ্বাসের সিনেমাটি নিয়ে শাকিব ব্যাপক প্রশংসিত হয়েছেন। সামজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে কেউ কেউ উদার ও বড় মনের নায়ক বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে বুবলীর সিনেমাটি নিয়ে কোনো কথা না বলায় নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘অপুর বেলায় শাকিব সরব, অথচ বুবলীর বেলায় তিনি নীরব।’

তবে শাকিব খান জনপ্রিয় অভিনয়শিল্পী মাহফুজ আহমেদকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তাতে মাহফুজ আহমেদকে নিয়ে শাকিব লিখেছেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।’

এবারের ঈদে মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’ মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী। বুবলীর ভক্তরা প্রত্যাশা করেছিলেন শাকিব খান বুবলীর ছবি দুটি মুক্তিতেও শুভ কামনা জানিয়ে কোনো বক্তব্য প্রদান করবেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।