কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম, মঞ্চে উঠলেন অনুপম রায়
রাত ৮টা বাজে কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম। কলকাতার ব্যান্ড তালপাতার সেপাই শেষ গান গাইছে মঞ্চে। এরমধ্যে মঞ্চ থেকে ঘোষণা দেওয় হয়েছে। এরপর মঞ্চে উঠবেন অনুপম রায়।
মুহূর্তে উল্লাসে অজস্র ধ্বনি তোলে দর্শক অনুপম অনুপম বলে। এর মধ্যে মঞ্চে ওঠেন অনুপম রায়। তিনি বলেন, আমরা এসে গেছি। তোমরা তো রেডি। এরপর গান শুরু করেন তিনি।
‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। এর মধ্যে হাতিরপুল সেশনস, মেঘদল দর্শকের গানের মুর্ছনায় ভাসিয়ে আইসিসিবর নম্বর-৪ অডিটোরিয়াম।
ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্ট শেষ হবে।
এদিকে বুধবার (৬ জুলাই) দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়। রাতে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সংবাদ সম্মেলনে অনুপম ছাড়াও কলকাতার তালপাতার সেপাই ব্যান্ডের সদস্যরাও ছিলেন।
সংবাদ সম্মেলনে অনুপম রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইতে পারা তার জন্য সব সময় আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগুলোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে অনুপম রায়ের।
এমআই/এমএস