জাহ্নবী-রাজকুমারের সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৪ জুলাই ২০২৩

অনেক প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে ঠিক করা হয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তির তারিখ।

সোমবার প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৪ সালের ১৫ মার্চ।

বিজ্ঞাপন

ক্যাপশনে লেখা হয়, ‘একটা স্বপ্ন, যাকে দুই হৃদয় ধাবন করে! শরন শর্মা পরিচালিত, রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত- মিস্টার অ্যান্ড মিসেস মাহি আসছে ১৫ মার্চ ২০২৪ সালে- আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।’

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মূলত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি। ‘রুহি’ সিনেমার পর এই সিনেমাতে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন জাহ্নবী ও রাজকুমার। চলতি বছরের মে মাসে এ সিনেমার শুটিং শেষ করেন জাহ্নবী। শুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লেখেন জাহ্নবী, গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি লেখেন, ‘আমার প্রথম ব্যাট ধরার ২ বছর। আর এখন আমরা অবশেষে শুটিং প্যাক আপ করলাম মিস্টার অ্যান্ড মিসেস মাহির। আমি ভেবেছিলাম আজ খানিক হালকা ও আশ্বস্ত হয়ে ঘুম থেকে উঠব কারণ এ সিনেমাতে যতটা ভেবেছিলাম পারব তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছি।

কিন্তু সত্যি বলতে কেমন যেন খালি খালি লাগছে। যেন একটা খালি ক্যানভাস। মনে হচ্ছে আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং এখন ফিরে এসেছি আর সেখানে আমি অনেক হিরো দেখেছি।’ এরপরই তিনি প্রশংসা করেন সিনেমার গোটা টিমকে। উল্লেখ করেন রাজকুমার রাও, পরিচালক শরন শর্মার কথাও।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।