ঈদের সিনেমা
শাকিব-নিশোর সিনেমা দেখতে ময়মনসিংহে বৃষ্টির মাঝেও দর্শকের ভিড়
ময়মনসিংহ শহরে এক সময় বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ ছিল। ঈদের সময় সিনেমা দেখতে আশপাশের উপজেলা থেকে আসতো অনেক দর্শক। কিন্তু সিনেমা হলে সিরিজ বোমা হামলা ও অশ্লীল সিনেমা প্রর্দশনের কারণে প্রেক্ষাগৃহ থেকে বেশ কয়েক বছরে ধরে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল। দর্শক খরায় কর্তৃপক্ষ প্রেক্ষাগৃহগুলো ভেঙে ফেলেছে।
বর্তমানে মাত্র দুইটি প্রেক্ষাগৃহ আছে ময়মনসিংহ শহরে। তাও চলছে ধুকে ধুকে। প্রত্যাশিত পরিমাণ দর্শক না আসায় বন্ধ থাকে সিনেমা হল দুটো। এবার ঈদে ভিন্ন চিত্র দেখা গেছে সিনেমা হল দুটিতে।
আরও পড়ুন: শাকিব খানের প্রিয়তমার ‘ঈশ্বর’ প্রকাশ্যে
শনিবার (১ জুলাই) রাতের শোতে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে দর্শক আসছে হলে। সন্ধ্যার শো দুটিতে প্রেক্ষগৃহ হাউস ফুল দর্শক ছিল। পূরবী হলের সামনে দোকানদার মজিদ মিয়া বলেন, সিনেমা দেখতে যুবক-তরুণীরা আসছে। বহু বছর পর এমন দৃশ্য দেখছি।
দুটি প্রেক্ষাগৃহের মধ্যে পূরবী সিনেমা হলে চলছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। আর ছায়বাণী সিনেমা হলে চলেছে ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানের ‘প্রিয়তমা’।
আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় আজ ‘সুড়ঙ্গ’ সিনেমার ৩৩ শো
পূরবী সিনেমার সামনে রাত ৯টায় গিয়ে দেখা যায়, বিশাল লাইন ধরে হলে প্রবেশের জন্য দাঁড়িয়ে আছেন দর্শনার্থীরা। এসময় কথা হয় ত্রিশাল থেকে আসা মুজাহিদ নামে একজন মধ্যো বয়সী দর্শকের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আমার পরিবারের সবাইকে নিয়ে নিশো ভাইয়ের সিনেমাটা দেখতে এসেছি। দুইদিনে অনেক চেষ্টা করে দিন ও রাতের কোনো শোর টিকেট পাইনি। তাই আজকে রাতে দেখতে আসলাম। সন্ধ্যার শো শুরু থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আশা করছি রাতে শোয়ের টিকেট পাব।
আরও আড়ুন: ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শাকিব খান
পূরবী সিনেমা হলে ৩৫ বছর ধরে গেটম্যানের চাকরি করেন আবুল মুনসুর। তিনি বলেন, বেশ কয়েক বছর পর হাউস ফুল যাচ্ছে এ সিনেমাটা। কতদিন পর এই রকম লোক দেখলাম! মালিক বলছেন যতোদিন দর্শক সিনেমা দেখবে ততোদিন সিনেমাটা চলবে।
তিনি আরও বলেন, ভালো সিনেমা চালালে দর্শক হলে আসে। এখন উচিত ভালো ভালো সিনেমা মুক্তি দেওয়া। তার পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে সিনেমার প্রচারণা করা। মানুষকে যতো প্রযুক্তির সাহায্যে আমন্ত্রণ জানানো যাবে ততো সিনেমা হলে দর্শক আসবে। আর হলে দর্শক এলে এর পরিবেশ-পরিস্থিত অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে।
পূরবী থেকে বের হয়ে অটো রিকশা যোগে ছায়বাণী হলে পৌঁছায় তখন মানুষ আর মানুষ। কেউ সিনেমা হলে ঢুকতে চেষ্টা করছে। কেউ কেউ সন্ধ্যার শো দেখে বের হয়েছেন। একটু সামনে এগিয়ে গেলে শোনা যায় সিনেমা হলের লোকজন বলছেন আজকে আর দেখা যাবে না সিনেমা, কাল সকালের শোতে আসেন।
তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পর মানুষের ভিড়ে কোনো মতে ভিতরে ঢুকতে দেওয়া হয়। কোথাও দাঁড়ানোর জায়গায় নেই বললেই চলে। সিনেমা দেখতে ঢুকতে পারছে না অনেকে। মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেউ কেউ।
শহরে পাটগুদাম এলাকার বাসিন্দা রফিক নামে একজন দর্শকের সঙ্গে কথা হয়। তিনি বলেন আমরা দশজন বন্ধু মিলে এসেছি। এখনো ঢুকতে পারিনি হলে। ছবি তো শুনছি ২০ মিনিট পার হয়ে গিয়েছে। তারপরও চেষ্টা করছি।
এরই মধ্যে হন্তদন্ত হয়ে একজনের সঙ্গে ছায়বাণী হলের ম্যানেজার শফিকুল ইসলাম এসেছেন। তিনি দর্শকদের বলছেন আজকে চলে যান। আগামীকাল সকালের শো দেখতে আসবেন। এখন সিনেমা হলে একটুও জায়গা নেই, যেখানে দাঁড়িয়ে সিনেমাটি দেখবেন।
ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, শাকিব খানের সিনেমা হলে লাগালে কিছুটা ব্যবসা হয়। তাছাড়া অন্য কোনো সিনেমা সেইভাবে হলে লাগলে ব্যবসা হয় না। কিন্তু ঈদের দিন থেকে এই রকম চাপ পাবো চিন্তা করতে পারি নাই। অনেক দর্শক আসছে বৃষ্টির মধ্যে! আমি কখনো দেখি নাই এমন দৃশ্য। খুব ভালো লাগছে সিনেমা হলে দর্শক আসছে। সামনে আরও দর্শক হলে আসবে।
ছায়বাণী হল থেকে বের হয়ে বাসায় ফিরতে অটো রিকশায় যেতে যেতে কথা হলো চালকের সঙ্গে। তিনি বললেন, খুব ভালো সিনেমা চালাচ্ছে ছায়বাণীতে। বহুদিন পর পরিবার নিয়ে শুক্রবার বিকালে শো দেখেছি। খুব ভালো লাগছে। শাকিব খানকে নতুন লুকে ভালো লাগছে।
এমআই/এমএমএফ/জিকেএস