নাঈম- মিমের ‘মিশন হান্টডাউন’ব্যাপক প্রশংসিত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০২ জুলাই ২০২৩

গ্রামের সাধারণ মেয়ে নীরার সদ্য বিবাহিত নিখোঁজ স্বামীকে খোঁজার মিশনে গিয়ে, শুরু হয় দেশ রক্ষার আরেকটি মিশন, যার নাম ‘মিশন হান্টডাউন’। ঈদুল আজহার আগেরদিন (২৮ জুন) দুর্দান্ত অ্যাকশন ও রহস্য ঘেরা এমন গল্পের ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। মুক্তির পরপরই এটি দর্শকের দারুণ সাড়া পাচ্ছে।

টানটান উত্তেজনায় ভরা এ সিরিজটি পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে নীরা চরিত্রে তাক লাগানো পারফর্মেন্স দেখিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং এন্টি টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজড় কেড়েছেন অভিনেতা এফ এস নাঈম।

আরও পড়ুন: এবার ঈদেও কোরবানি দিচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম

বহুল প্রত্যাশিত সিরিজটি এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা ঝড় তুলেছে। সিরিজটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘মিশন হান্টডাউন’ নিয়ে অসাধারণ সাড়া পাচ্ছি। শতভাগ মানুষ কাহিনি পছন্দ করছেন। নাঈম ও মীমের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করছেন।

তিনি আরও বলেন, সবচেয়ে ভালো লাগার বিষয়, গল্পটি মানুষকে পুরো সিরিজে আটকে রাখতে সক্ষম হয়েছে। এর সিক্যুয়েল আসছে কবে, তাও অনেকে জানতে চাইছেন। মুক্তির কয়েকদিনে মানুষের এই আগ্রহ দেখে আমি ও আমার টিম আনন্দিত এবং অনুপ্রাণিত।

jagonews24

আরও পড়ুন: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্ষমতা উদযাপনে সঙ্গী হলেন মিম

মিমের ভাষ্য, ‘মিশন হান্টডাউন’ দিয়ে হইচই-এ আমার যাত্রা শুরু হলো। প্রথম কাজে এতো সাড়া পাবো, ভালোবাসা পাবো ভাবিনি। গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।

এফ এস নাঈম বলেন, গল্পটির পরতে পরতে রহস্য, যা দর্শকদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। দারুণ সাড়া পাচ্ছি। সাধারণত ঈদে প্রচুর কনটেন্ট প্রকাশ পায়। সেখানে ‘মিশন হান্টডাউন’- দর্শকদের মন কাড়ছে, সেটাই আনন্দের বিষয়।

এতে আরও অভিনয়ে সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরিম মাহি, পূজা এগনেজ ক্রুজ, মীর রাব্বি, নীশা চৌধুরী, আশরাফুল আশীষ প্রমুখ। কপ ক্রিয়েশনের প্রোডাকশনে কো-প্রোকাশন ছিল লিডস এন্টারটেইনমেন্ট। ‘মিশন হান্টডাউন’ হইচই-তে প্রচার হচ্ছে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।