প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নওশাবা


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০১৬
ছবি : সংগ্রহ

মঞ্চ, ছোট পর্দা ও রূপালী পর্দাতে অভিনয় করলেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেননি অভিনেত্রী নওশাবা। বাদ থাকলো না সেটাও। এবার ‘বৃত্তে বিষবৃক্ষ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করবেন শ্যামল শিশির।

এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘সবাই স্বল্পদৈর্ঘ্য-এর পরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে। আমি করছি উল্টোটা। এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের অফার পেয়েছি। গল্প ভালো লাগেনি বলে করা হয়নি। কিন্তু শ্যামল শিশিরের গল্পটি এত ভালো লেগেছে যে না করতে পারিনি।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৃত্তে বিষবৃক্ষ’র চিত্রনাট্য লিখেছেন শ্যামল শিশির। চলচ্চিত্রটি প্রসঙ্গে শিশির বলেন, ‘আমার বিগত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো এবারও নিরীক্ষাধর্মী কাজ করব। তবে এবারের চিত্রনাট্য গল্পকেন্দ্রিক হবে। এখানে দর্শক সরল একটি গল্প দেখবে। কিন্তু পুরো চলচ্চিত্রটি দেখার পর গল্পটি আর গল্প না থেকে দর্শকের জীবন বাস্তবতা এবং ভবিষ্যৎ ভাবনার অংশ হয়ে দাঁড়াবে।’

নির্মাতা জানান, চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্র রুদ্র ও নীলা। নীলা চরিত্রে অভিনয় করবেন নওশাবা। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর থিয়েটার এবং নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র-ছাত্রীরা।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।