আনন্দের কথায় সালমার ‘দুঃখ বয়ে চলা নদী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৪ জুন ২০২৩

বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার তারেক আনন্দ। ‘দুঃখ বয়ে চলা নদী’ শিরোনামে গান লিখছেন তিনি। গানটি কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা।

‘দুঃখ বয়ে চলা নদী’ গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন এন এইচ শিহান।

আরও পড়ুন:মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা স্টুডিওতে ‘চিরকুট’ 

গীতিকার তারেক আনন্দ বলেন, গানটি লেখার পরই সালমার কন্ঠ ভেসে আসছে। আমার কাছে মনে হয়, সালমার কন্ঠের জন্যই এই গান। তার কণ্ঠে আমার আগের গানগুলোর জন্যও শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। এ গানটিও শ্রোতাদের নিরাশ করবে না।’

গানটি নিয়ে সালমা বেশ আশাবাদী। তিনি বলেন, ‘তারেক ভাইয়ের কথায় এর আগেও গান করেছি। সেগুলো শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। নতুন এ গানটি নিয়েও আমার দারুণ প্রত্যাশা। গানের কথা ও সুর শ্রোতাদের মনে দাগ কাটবে।’

আরও পড়ুন: তিমির নন্দীর সুরে গাইলেন অনন্যা 

খায়রুল ওয়াসী বলেন, সালমা আপুর কণ্ঠে গানটি শ্রোতাদের মনে দোলা দেবে। গানের কথা হৃদয় ছুঁয়ে যাবে। আমি চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সমন্বয় করে সুরে নতুনত্ব রাখতে।’

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে ঈদে গানটি প্রকাশ হবে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।