তিমির নন্দীর সুরে গাইলেন অনন্যা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ জুন ২০২৩

তিমির নন্দী, একাধারে একজন শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক। তার সুর ও সংগীত পরিচালনায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্প অনন্যা আচার্য্য। গানের কথা লিখেছেন সৈয়দ তৌফিক জুহরী।

গানটি নিয়ে তিমির নন্দী বলেন, ‘মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বেতারের হোম সার্ভিসে আমার সুর ও সংগীত পরিচালনায় একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছে নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী অনন্যা। খুব ভালো গেয়েছে সে। গানের কথা লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ তৌফিক জুহরী। গানের রিদম করেছেন বিদ্যুৎ রায় ও সংগীতায়োজন করেছেন দেবা পাল, শব্দ ধারণ করেছেন রিংকু ভট্টাচার্য্য।’

তিমির নন্দীর সুরে গান গেয়ে নিজের অনুভূতি জানিয়ে অনন্যা বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে তিমির নন্দী স্যারের সুরে গাইতে পেরেছি। স্যার আমাকে ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন। তার মতো গুণীজনের সান্নিধ্য পাওয়া যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের, ভালোলাগার। চেষ্টা করেছি গীতিকবিতা বুঝে বুঝে আবেগ দিয়ে গানটি গাইতে। তিমির নন্দী স্যার বলেছেন ভালো হয়েছে। এখন অপেক্ষায় আছি শ্রোতাদের মন্তব্য শোনার জন্য। ধন্যবাদ স্যারকে আমাকে একটি চমৎকার গান গাইবার সুযোগ করে দেবার জন্য।’

জানা গেছে, গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।