হাশিম মাহমুদের গানে মেতেছেন চঞ্চল-খুশি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১২ জুন ২০২৩

অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী শাহনাজ খুশি জুটি বেঁধে অনেক নাটক-টেলিছবিতে কাজ করেছেন। এবার তারা এক সঙ্গে একটি গান গেয়েছেন। তবে এ গানটি কোনো নাটক কিংবা টেলিছবিতে গাওয়া হয়নি। গানটি তারা শুটিং করতে গিয়ে গাজীপুরের একটি শুটিং স্পটের রাস্তায় দাঁড়িয়ে গেয়েছেন।

আরও পড়ুন: পাঁচ বোনের সঙ্গে হাজির চঞ্চল চৌধুরী

গানটি হচ্ছে ‘তুমি আমার কত যে আপন/ দেখা দিলে বন্ধু কথা কইয়ো না’। এ গানটি হাশিম মিলনের লেখা। চঞ্চল-খুশির গাওয়া এ গানটির ভিডিও আজ (১২ জুন) সকালের দিকে চঞ্চলের ফেসবুকে পোস্ট করা হয়।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে চঞ্চল চৌধুরী

এটি পোস্ট করে চঞ্চল চৌধুরী লেখেন, ‘চলতি পথে, পুবাইলের রাস্তায়, ঝড় বৃষ্টির একটু আগে’। অর্থাৎ আজ সকালের বৃষ্টির কিছু আগে এ গানটির ভিডিও ধারণ করা হয়।

‘দেখা না দিলে বন্ধু, কথা কইও না’-গানের কথা লিখে চঞ্চল চৌধুরী আরও লেখেন হাশিম মাহমুদের গান।

গানটি চঞ্চল চৌধুরী তার ফেসবুকে প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা ভীষণ পছন্দ করেছেন। অনেকেই গানটির প্রশংসা করেছেন। লিনা নামের একজন প্রশংসা করে লিখেছেন, যুগল পরিবেশনে সত্যিই আমরা মুগ্ধ! সব কিছু মিলিয়ে সাধারণে অসাধারণ দারুণ লাগলো!

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।