সেন্সর ছাড়পত্র পেল ঘাসফুল


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘ঘাসফুল’ প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নির্মাণ করেছেন আকরাম খান। চিত্রনাট্য মশিউল আলম, আকরাম খান ও লায়লা আফরোজ।

অভিনয়ে কাজী আসিফ রহমান, শায়লা সাবি, তানিয়া, নীলা আজাদ নূপুর, মানষ বন্দোপাধ্যায়, নাজাকাত খান প্রমুখ। সংগীত সানি জুবায়ের ও প্রিয়াংকা গোপ। এ ছবির গল্পে দেখা যায়, ২১ বছর বয়সী তৌকীর তার নিজের মফস্বল শহরের রাস্তায়, অলিতে গলিতে বিস্ময়ের দৃষ্টি নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ির ভিতরে আবছায়ায় তার আগন্তুকের মতো বিচরণ।

সে বাড়িতে খুঁজে পায় দাবার বোর্ড-ঘুঁটি, মনে করতে পারে না কখনও দাবা খেলতো কিনা। স্টোররুমে খুঁজে পায় হারমোনিকা। হারমোনিকায় ফুঁ দেয়, কিন্তু সুর তুলতে পারে না। বাবা-মায়ের ঘরের সেলফে সে দেখতে পায় পুরনো পারিবারিক ছবির অ্যালবাম। অ্যালবামের ছবিগুলো দেখে মনে করতে পারে না কখন কোথায় ছবিগুলো তোলা।

খুঁজে পাওয়া স্মৃতিচিহ্নগুলো সম্পর্কে বাবা মায়ের কাছে কিছু জানতে চাইলে তারা এড়িয়ে যায়। একদিন তৌকীর জিন্সের প্যান্টের পকেটে খুঁজে পায় একটি বিবর্ণড় চিঠি। চিঠি পড়ে সে খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। স্মৃতিভ্রষ্ট তৌকীর অনেক চেষ্টা করেও চিঠির লেখিকা ‘ঘাসফুল’-এর কথা কিছুতেই মনে করতে পারে না। ‘ঘাসফুল’-এর অনুসন্ধান করতে গিয়ে সে এমন এক স্মৃতির জগতে যাত্রা করে, যার অন্তিমে যেন তার পুনর্জন্ম লাভ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।