টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৫ জুন ২০২৩

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার কলকাতা থেকে বাংলা সংগীতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা বাপ্পা মজুমদার নিয়েই নিশ্চিত করেছেন।

এ বাপ্পা মজুমদার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য, আমি ২০তম টেলিসিনে এওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি। গতকাল (৪ জুন) কলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

বাপ্পা মজুমদার আরও লেখেন, আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।