‘ফিরে দেখা’ মুক্তি ১৬ জুন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৪ জুন ২০২৩

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা রোজিনা। দর্শকদের তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। এবার সরকারি অনুদানে ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রোজিনা।

আরও পড়ুন: 'এই মন তোমাকে দিলাম' নিয়ে আসছেন রোজিনা

‘ফিরে দেখা’ সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। কয়েক মাস আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘ফিরে দেখা’। বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা নিজেই। তিনি বলেন, ‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের সিনেমা। ‘ফিরে দেখা’ আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা।

তিনি আরও বলেন, ১৬ জুন চূড়ান্ত করেছি ফিরে দেখা সিনেমার মুক্তির জন্য। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সবার ভালোবাসা প্রত্যাশা করছি।

আরও পড়ুন: রোজিনার সিনেমায় নিরবের নায়িকা স্পর্শিয়া

২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল ‘ফিরে দেখা’। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনি। চিত্রনাট্য লিখেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমার গল্প।

আরও পড়ুন: পৌনে ২ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করলেন নায়িকা রোজিনা

‘ফিরে দেখা’ সিনেমায় অভিনয় করেছেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়াসহ অনেকে। এর আগে রোজিনা ‘জীবনধারা’ ও ‘দোলনা’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছিলেন।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।