প্রেমে পড়লেন শ্রদ্ধা


প্রকাশিত: ০২:৫১ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

আর কিছুই তো রাখঢাক রাখছেন না বলিউড সুন্দরীরা। প্রথমে বলিউডের বার্বি ডল ক্যাটরিনা জানালেন, তাঁর সঙ্গে রণবীরের সম্পর্কের কথা। শুধু এখানেই থেমে থাকেননি এই সুন্দরী জানিয়েছেন তাঁর ও রণবীরের লিভ ইনের কথাও।

এরপর একই পথে হেঁটেছেন অনুশকা শর্মা। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাটের সঙ্গে তাঁর প্রণয় সম্পর্কের কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। আর এখন নিজের প্রেমে পড়ার খবর দিলেন আরেক শ্রদ্ধা কাপুর।

ট্যুইটারে তিনি লিখেছেন, আমি এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। তবে কার প্রেমে পড়েছেন, তাঁর নামটি কিন্তু উল্লেখ করেননি বলিউডের এই নায়িকা। তবে আমাদের বুঝতে আর বাকি নেই।

শ্রদ্ধার মনের মানুষটির কে? আশিকি টু-এর পর থেকে আদিত্য রায় কাপুরের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে বি-টাউনে বেশ কানাঘুষা চলছিল। তবে এই যুগল বরাবরই বলে এসেছেন তাঁরা খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন। তবে শ্রদ্ধা সব জল্পনার অবসান ঘটালেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।