বাবার পথ ধরে সোনাক্ষী
বলিউডে নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। এবার কি রাজনীতিতে নিজের জায়গা করে নিতে চলেছে এই বলিসুন্দরী? সম্প্রতি দাবাং গার্ল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মোদী প্রধান মন্ত্রী হবার পর আমার রাজনীতির প্রতি আকর্ষণ বাড়ছে”। তাহলে কি বাবার দেখানো পথেই হাঁটছেন এই নায়িকা?
না না ভুল ভাবছেন! বাবা যতই বিজেপির একজন মুখ্য নেতা হোক না কেন নিজেকে রাজনীতিতে সঙ্গে কোনদিন জড়াবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বরং তিনি সৃষ্টিমূলক কাজে নিজেকে জড়াতে চান।
তবে সম্প্রতি তিনি জানিয়েছেন, “ তিনি রাজনীতি সম্পর্কে বরাবরই আপডেট থাকতে ভালোবাসেন। বাড়িতে প্রায়ই বাবার সঙ্গে বসে রাজনীতি নিয়ে আলোচনাও করেন। কিন্তু নরেন্দ্র মোদী পি.এম হবার পর রাজনীতিতে তাঁর উৎসাহ আরও বেড়ে গেছে। তিনি প্রায়ই বাবার কাছে জানতে চান মোদী সরকার কি করতে চলেছে”।