রি-ডিফাইন্ড নিয়ে ফিরছেন মিলা


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৭ জুলাই ২০১৪

দীর্ঘ পাঁচ বছর পর আসন্ন ঈদে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার নতুন একক অ্যালবাম। ইতোমধ্যে এর যাবতীয় কাজ সম্পন্ন করেছেন তিনি। এখন শুধু কভার ডিজাইনের কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।

২০০৯ সালে জি-সিরিজের ব্যানারে মিলার তৃতীয় একক অ্যালবাম `রি-ডিফাইন্ড` প্রকাশিত হয়। অ্যালবামটি প্রকাশের পরপরই তিনি সঙ্গীতাঙ্গন থেকে গা-ঢাকা দেন। এরপর মিলা সঙ্গীত ছেড়ে দিচ্ছেন বলে গুঞ্জন ওঠে। কিন্তু সব গুঞ্জনকে গুজবে পরিণত করে আবারও তিনি অডিও অঙ্গন কাঁপাতে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।

প্রাথমিকভাবে অ্যালবামটির নাম রাখা হয়েছে `আন-সেন্সরড`। তবে শেষ মুহূর্তে এর নাম পরিবর্তনও করা হতে পারে। ৯টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। মিলার চতুর্থ এ অ্যালবামের সব গানের সুর-সঙ্গীত করেছেন তিনি নিজেই। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো নিজের সুর-সঙ্গীতে অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।