বাংলা একাডেমির নজরুল পুরস্কার গ্রহণ করলেন শাহীন সামাদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৪ মে ২০২৩

বাংলা একাডেমি প্রদত্ত নজরুল পুরস্কার গ্রহণ করেছেন নজরুল সংগীতশিল্পী ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শাহীন সামাদ। আজ (২৪ মে) বাংলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

নজরুল চর্চা ও তার প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ শাহীন সামাদকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। শিল্পী শাহীন সামাদের হাতে পুরস্কার হিসেবে অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র, স্মারক তুলে দেওয়া হয়েছে। নজরুল পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। এ পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।

আরও পড়ুন: নজরুল পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত: শাহীন সামাদ

নজরুল পুরস্কার গ্রহণ করে শিল্পী শাহীন সামাদ অনুভূতি প্রকাশ করে জাগো নিউজকে বলেন,‘কাজের স্বীকৃতি হিসেবে আমি অনেক পুরস্কার পেয়েছি। এবার বাংলা একাডেমির পুরস্কারটি পেয়ে আমার অনেক ভালো লাগছে। এটি আমার জীবনের অন্যতম সেরা পুরস্কার বলে মনে করছি।’

jagonews24

আরও পড়ুন: শুভ জন্মদিন শাহীন সামাদ

শাহীন সামাদ আরও বলেন, এ পুরস্কার আমাকে নজরুল চর্চায় আরও উৎসাহিত করবে। আমি নিজেকে নজরুল চর্চার আরও বেশি মনোযোগী করবো। আমাকে এ পুরস্কার দেওয়ার জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি এখনো ছায়ানটে শিক্ষার্থীদের নজরুলসংগীত শেখাচ্ছি। নজরুলচর্চায় সারাজীবন নিজেকে নিয়োজিত রাখবো।

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে। প্রথম পুরস্কারটি পেয়েছিলেন লেখক-অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

শিল্পী শাহীন সামাদকে নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদক প্রদান করেছে বাংলাদেশে সরকার।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।