পরীমণির ‘মা’ সিনেমার আজ কানে প্রিমিয়ার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২০ মে ২০২৩

আজ শনিবার (২০ মে) ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে পরীমণির ‘মা’ সিনেমার বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমাটি ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শন করা হবে।

এদিকে ‘মা’-এর প্রিমিয়ারে আগে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা পরে কান চলচ্চিত্র উৎসবে নির্মাতা-প্রযোজকেরা ঘুরে বেড়াচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।

jagonews24

নির্মাতা অরণ্য আনোয়ারের সঙ্গে পরীমণি

আরও পড়ুন: পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের মামলার প্রতিবেদন ৫ জুলাই

এ প্রসঙ্গে পরীমণি ফেসবুকে ১৯ মে লিখেছেন, ৭৬তম কান উৎসবে মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হচ্ছে আমাদের সিনেমা ‘মা’। ২০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছবিটির ওয়ার্লড প্রিমিয়ার! আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। মা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ আমার পরিচালক অরণ্য আনোয়ার।

jagonews24

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। পরী যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

আরও পড়ুন: এটা সত্যিই আমার জন্য সম্মান ও মর্যাদাপূর্ণ অর্জন: পরীমণি

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত ‘মা’সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।