কান উৎসবে নিজেকে জেব্রা বলে ট্রল করলেন সারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৮ মে ২০২৩

ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩। এ উৎসবে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রীরাও। ১৬ মে এ উৎসব প্রথমদিনে বলিউড সুপারস্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানকে ভারতীয় পোশাকে রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে।

আরও পড়ুন: ৭৬তম কান উৎসবের বর্ণিল আয়োজন শুরু

প্রথমদিন রেড কার্পেটে সারা বেছে নিয়েছিলেন আইভরি রঙের লেহেঙ্গা। যাতে ছিল লম্বা টেল। ভারতীয় সংস্কৃতির ছাপ ছিল তার লুকে। তবে কানের দ্বিতীয় দিনে তাকে দেখা মিলল কালো-সাদা শাড়ি-স্টাইলের পোশাকে। তিনি এদিন আবু জানি আর সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক পরেছিলেন। আর ডেপিং করেন ডলি জৈন।

আরও পড়ুন: সুদূর ফ্রান্সে উড়ে যেতে শুরু করেছেন বলিউড অভিনেত্রীরা

এ অভিনেত্রী বেছে নেন কালো-সাদা রঙের পুঁতিযুক্ত ব্র্যালেট হল্টারনেক ব্লাউজ। সঙ্গে একটি শাড়ি-স্টাইলের স্কার্ট। সঙ্গে জুয়েলারি হিসেবে ছিল কালো এবং সাদা মুক্তোর নেকলেস ও স্টাড। মেসি বান, বোল্ড উইংড আইলাইনার, মভ লিপস্টিক তার এ সাজকে আরও আকর্ষণীয় করে তোলে।

দ্বিতীয় দিনে সারা আলী খানের পোশাক সোশ্যাল মিডিয়ার মনে ধরলো না। কানের দ্বিতীয় লুক সামনে আসতেই সাইফ কন্যাকে নিয়ে ট্রলিং শুরু হলো। তবে কেদারনাথ অভিনেত্রী যেন তৈরিই ছিলেন ট্রোলারদের জবাব দিতে। ইনস্টাগ্রামে নিজের লুক শেয়ার করে লিখলেন, ‘জেব্রার মতো লাগছে নিজেকে। তবে ভুলেও আমার লাইন ক্রস করো না।’

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে জনি ডেপের বাজিমাত

উৎসবের রাতের পার্টিতে কালো অফ শোল্ডার ড্রেসে পৌঁছেছিলেন এ ভারতীয় সুন্দরী। পোশাকের সামনে ছিল সোনালি রঙের হার্ট শেপের কাজ। এ লুক নিয়েও কম কটাক্ষ হয়নি। কেউ মন্তব্য করেন, ‘ফুটের পোশাক’ কেউ লেখেন, ‘জঘন্য স্টাইলিং। নিজের ডিজাইনার বদলাও।’

সোশ্যাল মিডিয়ায় মানুষের কথার উত্তর দিতে গিয়ে তিনি আবারও বলেন, আমি সবসময়ই আমার ভারতীয় হওয়া নিয়ে খুব গর্বিত। আর এটিই বুঝিয়ে দেয় আমি আসলে কে!’

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।