আমি বুঝি মা না থাকার কত কষ্ট: জায়েদ খান
প্রত্যেক সন্তান মাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। গভীরভাবে সম্মান করেন। সেই মায়ের জন্য বছরে একটি বিশেষ দিন ‘মা’ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় সাপ্তাহে পালন করা হয় বিশ্ব ‘মা’ দিবস।
‘মা’ দিবস উপলক্ষে শোবিজের অনেক তারকা মাকে নিয়ে স্মৃতিকথা লিখেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন ধরনের কথা লিখে পাশাপাশি মায়ের ছবি পোস্ট করছেন।
মাকে নিয়ে ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, সব সময় আমি বলি মায়ের কোনো দিবস নাই। আমার মা নাই,আমি বুঝি মা না থাকার কত কষ্ট। যাদের মা আছে তারা কোনোদিন মাকে কষ্ট দিও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা। শুভ হোক মা দিবস।
আরও পড়ুন: মায়ের জন্য ভালোবাসা জানালেন তারা
জায়েদ খান রত্নাগর্ভা মায়ের সন্তান। ২০১২ সালে তার মা শাহিদা হককে ‘রত্নাগর্ভা’ হিসেবে ভূষিত করা হয়। জায়েদ খানের মা ২০২১ সালে মৃত্যুবরণ করেন। ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়ক ২০০৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন। এখন পর্যন্ত জায়েদ খান ২৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমানে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এমআই/এমএমএফ/এএসএম