প্রকাশ পেল ‘আদিম’ সিনেমার ট্রেলার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৪ মে ২০২৩

আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পাওয়া যুবরাজ শামীম নির্মিত সিনেমা ‘আদিম’। এবার বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ মে। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নির্মাতা। পোস্টার প্রকাশের পর এবার এলো সিনেমার ট্রেলার। প্রায় দুই মিনিটের ট্রেলারটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক।

ট্রেলার দেখেই অনেকে বলছেন, ‘আদিম’ এর জীবনবোধ যে কোনো দর্শকের চৈতন্যকে স্পর্শ করবে। ট্রেলার দেখে দর্শকের এমন ভাবনায় কিছুটা চাপে থাকলেও সামগ্রিকভাবে দর্শক সাড়ায় মুগ্ধ হয়েছেন নির্মাতা যুবরাজ। তিনি বলেন, ‘আদিম’ সিনেমার ট্রেলার উন্মোচনের পর পরই সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমা নিয়ে যারা খোঁজখবর রাখেন এমন বহুজন আমাকে ফোনে, মেসেঞ্জারে প্রশংসা করেছেন। শুভ কামনা জানিয়েছেন। এসব কিছুই আমাকে ভীষণরকম আবেগাপ্লুত করেছে।

আর পড়ুন: বুলগেরিয়ার চলচ্চিত্র উৎসবে ‘আদিম’

নির্মাতা আরও বলেন,‘আমি শুরু থেকেই ‘আদিম’ সিনেমার প্রচারণা নিয়ে চিন্তিত ছিলাম কারণ একটা সিনেমার প্রচরণার জন্য গ্ল্যামারমুখসহ আরও যেসব অনুষঙ্গের দরকার হয় সেই অর্থে কোনোটাই আমার নাই। আমি একদমই ভাবি নাই আদিম এর ট্রেলার রিলিজ দেওয়ার সময় এতো এতো মানুষ নিজেদের ওয়ালে তা শেয়ার করবেন। বিষয়টা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ট্রেলার নির্মাণে মেজবাউর রহমান সুমন, সজল অলোক এবং রাশীদ শরীফ সোয়েব, তারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’

আর পড়ুন: মুক্তির অনুমতি পেয়েছে ‘আদিম’

গণঅর্থায়নে নির্মিত সিনেমাটি নিয়ে যুবরাজ আরও বলেন, ‘আদিম’ নির্মাণ শুরু থেকে রিলিজ পর্যন্ত আমার পাশে ছিলেন সাধারণ মানুষ। শুধু অর্থ দিয়ে নয়, সাহস দিয়েও পাশে ছিলেন তারা। পুরোপুরি মানুষের সহায়তায় একটা সিনেমা হয়ে গেলো, এটা ভাবলে আশ্চর্য লাগে।’

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ সিনেমার শুটিং। সিনেমার কাহিনিও বস্তিকে কেন্দ্র করে। এর চরিত্রগুলোও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নর ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও ‘আদিম’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।

‘আদিম’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

ট্রেইলারের ইউটিউব লিংক-

ট্রেইলারের ফেসবুক লিংক-

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।