‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে নজর কেড়েছেন জয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৩ মে ২০২৩

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। কলকাতার নিমার্তা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তার অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।

এটি আগামী ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। সিনেমাটির মুক্তি সামনে রেখে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারে নজর কেড়েছেন জয়া আহসান। প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। জয়া ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন।

অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চুর্ণী থাকবেন তার সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন। কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়।

আরও পড়ুন: ‘অর্ধাঙ্গিনী’ হয়ে আসছেন জয়া

jagonews24

তিন বছর আগে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। তবে করোনার কারণে একটানা শেষ করা যায়নি। করোনার পর সম্পূর্ণ কাজ শেষ করে সিনেমাটি মুক্তির অপেক্ষা করছিলেন জয়া। অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। বিষয়টি কদিন আগেই নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।

‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি।

আরও পড়ুন: মস্কোতে দেখানো হলো ‘পেয়ারার সুবাস’

‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া অভিনীত ‘ওসিডি’, ‘ভূতপরী’, ‘কালান্তর’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি হিন্দি সিনেমার শুটিংও শেষ করেছেন জয়া আহসান। সিনেমায় তার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি ও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পার্বতী। ভারতের পাশাপাশি দেশেও জয়ার বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ সিনেমাগুলো।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।