ফখরুলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন রফিকুল আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৫ মে ২০২৩

কবি ও গীতিকার ফখরুল হাসানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় শিল্পী রফিকুল আলম। এরই মধ্যে গানটি বিটিভিতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিবু রায়। গানটির কথা হচ্ছে, ‘জাতির পিতা শেখ মুজিবুর, সর্বে মহানায়ক, তিনি হলেন জন্মদাতা বাংলাদেশের গায়ক।’

আরও পড়ুন: ইমরানের ‘ওরে জান’

গানটি সম্পর্কে গীতিকার ফখরুল হাসান বলেন, আমাদের খ্যাতিমান শিল্পী রফিকুল আলমের গান সেই শৈশব থেকে শুনে আসছি। তার গাওয়া অনেক গান আমার পছন্দের তালিকায় রয়েছে। তার মতো একজন শিল্পীর জন্য আমি গান লিখেতে পেরে গর্বিত। আশা করছি জাতির পিতাকে নিয়ে লেখা গানটি সবার ভালো লাগবে।

আরও পড়ুন: সবার প্রশংসা পেয়ে আমি মুগ্ধ: জাহিদ নিরব

জানা গেছে, ফখরুল হাসানের লেখা এ গানটি বিটিভির সাহিত্য বিষয়ক ‘ছন্দিত ছন্দে’ অনুষ্ঠানে শিগগির প্রচার হবে। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ছড়াকার ও শিশুসাহিত্যিক আসলাম সানি।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।