রেজা মাহমুদের মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি তোমায় যত’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৪ মে ২০২৩

প্রকাশিত হয়েছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খানের মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি তোমায় যত’। গানটির ভিডিওতে মডেল হয়েছেন দিপু আহমেদ ও স্নিগ্ধা। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু।

আরও পড়ুন: মুক্তি পেল রাপ্তির ‘বিমূর্ত এই রাত্রি আমার’

বিজ্ঞাপন

রেজা মাহমুদের পরিচালনায় সিলেটের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিও চিত্র। এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, আসছে ঈদে শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে গানটি। রোম্যান্টিক মেলোডি গান এটা। দর্শকদের ভালো লাগবে। গানের কথাগুলো চমৎকার।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মডেল দিপু জানান, এ গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোম্যান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের কাছে আমার নতুন মিউজিক্যাল ফিল্মটি ভালো লাগবে।

আরও পড়ুন: আমি কণ্ঠশ্রমিক পরিচয় দেই ভালোবেসে: কনকচাঁপা

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাতা রেজা মাহমুদ বলেন, এরকম একটি সুন্দর গানের মিউজিক্যাল ফিল্ম তৈরি করতে পেরে আমি সত্যি আনন্দিত। মডেলরা গানের কথার সঙ্গে দারুণভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। আশা করছি, গানটি সবার পছন্দ হবে। মিউজিক্যাল ফিল্মটি সবাই দেখবেন আশা করি।

গানের মডেল স্নিগ্ধার ভাষায় ‘গানটি হৃদয়ছোঁয়া। ভালো লাগার মতো একটি গান। মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ‘এলএইচ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।

এমআই/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।