‘ধুম-৪’ সিনেমায় চোর হয়ে আসছেন জন আব্রাহাম

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘ধুম’ ২০০৪ সালে মুক্তি পেয়েছিল। এটি মুক্তির পরপরই চারিদিকে তোলপাড় শুরু হয়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবরের মাধ্যমে জানা যাচ্ছে যে, যশরাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ সিরিজের চতুর্থ পার্ট, অর্থাৎ ‘ধুম-৪’ খুব শিগগির আসতে যাচ্ছে।

আরও পড়ুন: নিজেই নিজেকে বাইক উপহার দিলেন জন আব্রাহাম

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন জন আব্রাহাম। চলতি বছরের শুরুতেই জন আব্রাহাম ‘পাঠান’ সিনেমায় তার অভিনয়ের এক অন্যতম দিক প্রকাশ করেছেন। তার এ নতুন ধরন বেশ পছন্দ করেছে দর্শকমহল।

নেগেটিভ চরিত্রে তার অভিনয় তাক লাগিয়ে দিয়েছে দর্শককে। তাই আরও একবার যশরাজ ফিল্মস জনকে নেতিবাচক চরিত্রে কাস্ট করতে চাইছে, বলেই জানা যাচ্ছে। এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে, ‘ধুম-৪’ সিনেমাতে নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকেও।

আরও পড়ুন: নিজের সিনেমার ব্যর্থতার দায় নিলেন জন আব্রাহাম

এরই মধ্যে ‘ধুম’, ‘ধুম-২’ এবং ‘ধুম-৩’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এবার ‘ধুম-৪’ তৈরি করতে যাচ্ছেন বলিউডের বিখ্যাত প্রযোজক আদিত্য চোপড়া। অবশ্য ‘ধুম-২’ কিংবা ‘ধুম-৩’ সিনেমাতে আর দেখা যায়নি জন আব্রাহামকে।

‘ধুম-৪’ সিনেমাতে নাকি আবার চোরের ভূমিকায় ফিরতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম বয় জন। সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী এ সিনেমাতে একটি প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকেও।

উল্লেখ্য, প্রথম ‘ধুম’ সিনেমার শেষে টাকার ব্যাগসহ খাদে ঝাঁপ দিয়েছিলেন চোর গ্যাংয়ের লিডার কবীর ওরফে জন আব্রাহাম। অবশ্য পরবর্তীকালে ‘ধুম-২’ কিংবা ‘ধুম-৩’ সিনেমাতে আর দেখা যায়নি জন আব্রাহামকে।

তাকে আবার কবীরের চরিত্রে দেখার অপেক্ষায় দর্শকরা। ধুম সিনেমায় জনের পাশাপাশি ছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, ঋত্বিক রোশন ও আরও অনেক বিশিষ্টরা।

তবে শোনা যাচ্ছে, ‘ধুম-৪’ সিনেমায় নাও দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। তাই ‘ধুম-৪’ সিনেমায় পুলিশের চরিত্রে নতুন কেউ অভিনয় করতে পারেন বলেই কল্পনা চলছে। পাশাপাশি ‘ধুম-৪’ সিনেমায় দেখা যাতে পারে বলিউডের একেবারে নতুন এক জুটিকে।

তাই এখন দেখার বিষয় হলো, এষা দেওল, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফের পর ‘ধুম গার্ল’ হিসেবে কাকে পছন্দ করেছে যশরাজ ফিল্মস।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।